শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ জুলাই ২০১৬
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার কোথাও শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় সেখানে ঈদ হচ্ছে বুধবার। সে হিসেবে বাংলাদেশেও হতে পারে ৩০টি রোজা। আর সৌদি ও আমিরাতের একদিন পর ঈদ বৃহস্পতিবার পালিত হতে পারে ঈদুল ফিতর।