সঠিক সময়ে সেবা না দিলে জরিমানাঃ মন্ত্রিপরিষদ সচিব

শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৪  জানুয়ারি  ২০১৭

সঠিক সময়ে সেবা না দিলে জরিমানাঃ মন্ত্রিপরিষদ সচিব

সঠিক সময়ে সেবা না দিলে জরিমানাঃ মন্ত্রিপরিষদ সচিব

বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ভবনে দীনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যে কোনো কর্মকর্তা নির্দিষ্ট সময়ে জনগণকে সেবা প্রদান না করলে তাকে একটি নির্দিষ্ট হারে জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই তবে এটি আমরা এখনই গ্রহণ করিনি। তবে এটি যদি জনগণের জন্য ভালো হয় তাহলে তা আইন করার উদ্যোগ নেয়া হবে।’

অর্থমন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত উদ্ভাবন বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ড. শাহ মোহাম্মদ সানাউল হক।

শফিউল আলম বলেন, ভারতে এ ধরনের আইন আছে যে কোনো গ্রাহককে যদি ১০ দিনের মধ্যে কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স দিতে চায়। কিন্তু নির্দিষ্ট সময়ে না দেয় তাহলে পরবর্তী প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট হারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জরিমানা গুনতে হয়। আর এটির দায়িত্বে থাকে সংশ্লিষ্ট ডিসি অফিস।

আমদের দেশে এখনো এ ধরনের আইন নেই। তবে কুড়িগ্রামের এসিল্যান্ড অফিসে ভূমি কর্মকর্তা নিজ উদ্যোগে এটি চালু করেছেন। এটি আমরা পর্যবেক্ষণ করছি যদি জনগণের জন্য এটি উপকারে আসে এ বিষয়ে আইন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৬০ হাজার আর্থিক মামলাজট সহজে নিষ্পত্তি, বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রে লভ্যাংশ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই সহজে রেমিট্যান্স প্রাপ্তি ও জনতা ব্যাংকের অনলাইনে কৃষিঋণ প্রদানের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এসব উপস্থাপন বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলের্ন্ত্রিক ব্যাবস্থাকে সহজীকরণে এসব পদ্ধতি খুব কাজে দেবে। তবে টেকনোলজি ছাড়াও এসব উদ্ভাবন হতে পারে। কারণ টেকনোলজিতে যেমন উপকার আছে তেমন অপকারও আছে। সবার জানা সস্প্রতি হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। এটি আমাদের জন্য খারাপ খবর।

তিনি বলেন, সারাবিশ্ব অভূবপূর্বভাবে টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। সাইবার নিরাপত্তার বিষয়ে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন উন্নত দেশও খুব চিন্তিত। আমাদেরও এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বিন্দুমাত্র ত্রুটি রাখা যাবে না।

তিনি আরও বলেন, কোনো একটা বিষয়ে ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তা যথাযথভাবে সমাধান করতে হবে। যেনো সে ভুলের আর পুনরাবৃত্তি না হয়।

 

 

Related posts