শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮ জুলাই ২০১৬
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, বিভিন্ন জেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্লটগুলো শিল্পে আগ্রহীদের বরাদ্দ দেয়া হবে বলে ।বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমু বলেন, বিভিন্ন জেলায় প্লট বরাদ্দ নিয়েও যেসব উদ্যোক্তা তা ব্যবহার করছেন না, তাদের প্লট বরাদ্দ বাতিল করে শিল্পে আগ্রহীদের নামে প্লট বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় অব্যবহৃত মিল-কারখানার ব্যাপারে আলোচনা হয়েছে। এসব মিল-কারখানা নিয়ে বিভিন্ন নতুন প্রজেক্ট দাঁড় করানোর বিষয়ে আলোচনা হচ্ছে। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছি।