শিল্পমন্ত্রী ভারত যাচ্ছেন রসায়ন বিষয়ক ফোরামে যোগ দিতে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০  আগস্ট   ২০১৬

শিল্পমন্ত্রী ভারত যাচ্ছেন রসায়ন বিষয়ক ফোরামে যোগ দিতে

শিল্পমন্ত্রী ভারত যাচ্ছেন রসায়ন বিষয়ক ফোরামে যোগ দিতে

কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক বৈশ্বিক নির্বাহী ফোরামে অংশ নিতে আগামীকাল বুধবার ভারত যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিন দিনব্যাপী ‘নবম ইন্ডিয়া ক্যাম-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের অংশ হিসেবে এ ফোরাম আয়োজন করা হচ্ছে।

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে এ অনুষ্ঠানে ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী অনন্ত কুমারের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। এতে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মো. আলী আক্কাছ এবং শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব-উল-আলম প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত রয়েছেন।

ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ ফোরামের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্প উদ্যোক্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

 

Related posts