র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত

শীর্ষরিপো্র্ট ডটকম। ৯ জুন ২০১৬

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত

রাজধানীর রামপুরা ও তুরাগে র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। নিহতদের একজন কামাল পারভেজ (৫৪) ও অন্যজন নজরুল ৩৫)। র‌্যাবের দাবি নজরুল অজ্ঞানপার্টির ‘গ্যাং লিডার’। তবে কামালের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।

বুধবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধে নিহত হন তারা। এদিকে একই রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত পরিচয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য (৩৫) নিহত হয়েছেন।

তুরাগের ঘটনা প্রসঙ্গে র‌্যাব-১ এর উপ-পরিচালক লে. কমান্ডার শোয়েব  জানান, গত রাতে তুরাগের প্রত্যাশা ব্রিজের উপরে র‌্যাবের চেকপোস্ট চলছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী সেখানে উপস্থিত হয়ে র‌্যাবের উপর চড়াও হয়। এ সময় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান অজ্ঞানপার্টির গ্যাং লিডার নজরুল (৩৫)।

নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা ও নারী পাচারের অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে দু’জন পালিয়ে যান। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে রামপুরার ঘটনা প্রসঙ্গে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে রামপুরার তিতাস রোড বালুর মাঠ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন কামাল পারভেজ নামে এক ব্যক্তি। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত কামাল পারভেজের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। উত্তরার আজমপুরে থাকতেন তিনি।

 

Related posts