রাজধানীতে যাতায়াতের নতুন বাহন ওয়াটার ট্যাক্সি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৮  ডিসেম্বর  ২০১৬

রাজধানীতে যাতায়াতের নতুন বাহন ওয়াটার ট্যাক্সি

রাজধানীতে যাতায়াতের নতুন বাহন ওয়াটার ট্যাক্সি

যাটজটের রাজধানীতে যাতায়াতের জন্য যুক্ত হলো নতুন বাহন ওয়াটার ট্যাক্সি। অন্যান্য যানবাহনের তুলনায় ভাড়া বেশি হলেও–রাস্তার জট এড়াতে পারায় উচ্ছ্বাসিত যাত্রীরা। তাই টার্মিনালগুলোতে ব্যাপক ভিড়।

হাতিরঝিল প্রকল্প উদ্বোধনের সময় চলাচলের ভোগান্তি ঘোচার স্বপ্ন দেখেছিলেন কারওয়ান বাজার, রামপুরা, গুলশান ও বাড্ডা এলাকার মানুষ। কিন্তু সে অনুযায়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি এই রুটে। চক্রাচার বাস সার্ভিস চালু থাকলেও তা পর্যাপ্ত নয়।

মানুষের ভোগান্তি লাঘবে গণপরিবহন হিসেবে নতুন যোগ হয়েছে ওয়াটার ট্যাক্সি। চারটি টার্মিনাল থেকে যাত্রী ওঠা-নামা করবে এগুলো। টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫ থেকে ৩০ টাকা।

যানজটের ঝক্কি এড়াতে ওয়াটার ট্যাক্সিতে উঠছেন অনেকেই। কেউ বা উঠছেন হাতিরঝিলের সৌন্দর্য উপভোগের জন্য। তবে ছোট-খাটো সমস্যা নিয়ে অনুযোগ আছে যাত্রীদের।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে জানুয়ারিতেই নামানো হচ্ছে আরো কিছু নৌযান।

৩০ আসনের এই ওয়াটার ট্যাক্সিগুলো হাতিরঝিলের এফডিসি থেকে রামপুরা, বাড্ডা লিংক রোড ও গুলশান পর্যন্ত চলাচল করবে। সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সেবা দেবে এগুলো।

 

 

Related posts