শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ আগস্ট ২০১৬

রিজার্ভের অর্থ উদ্ধারে ত্রিপক্ষীয় বৈঠক
রিজার্ভ চুরির অর্থ উদ্ধার ও ভবিষ্যতে ব্যাংকে সাইবার জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) এবং সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) বৈঠক হয়েছে।
বুধবার নিউইয়র্কে তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হ্যাকিং সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়, এ ধরনের প্রতারণা ঠেকাতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
সবপক্ষই যথ দ্রুত সম্ভব অর্থ উদ্ধারে সুদৃঢ়ভাবে কাজ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহযোগিতায় প্রতারক চক্রকে আইনের আওতার আনার বিষয়ে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।
ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে সবার একযোগে কাজ করার কথাও উঠে আসে এ বৈঠকে।