রাষ্ট্রপতির সঙ্গে জেএসডি’র সংলাপ বিকালে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে জেএসডি’র সংলাপ বিকালে

রাষ্ট্রপতির সঙ্গে জেএসডি’র সংলাপ বিকালে

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আজ বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। আ স ম আব্দুর রবের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল বিকেল ৪টায় বঙ্গভবনে যাবেন।

এ বিষয়ে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, গণতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় বিদ্যমান নৈরাজ্যের স্থায়ী অবসান করতে হবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অনেকেই শুধুমাত্র এবারের নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা দিয়েছেন। এতে সমস্যার সমাধান হবে না। পরপর্তী নির্বাচনের আগে এ সংকট আবারো দেখা দেবে। তাই জেএসডি’র পক্ষ থেকে এ সকল সমস্যার স্থায়ী সমাধানের প্রস্তাব দেবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দ্দার, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার।

 

 

Related posts