|
রাষ্ট্রপতির সঙ্গে জেএসডি’র সংলাপ বিকালেশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭ নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আজ বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। আ স ম আব্দুর রবের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল বিকেল ৪টায় বঙ্গভবনে যাবেন। এ বিষয়ে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, গণতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় বিদ্যমান নৈরাজ্যের স্থায়ী অবসান করতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অনেকেই শুধুমাত্র এবারের নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা দিয়েছেন। এতে সমস্যার সমাধান হবে না। পরপর্তী নির্বাচনের আগে এ সংকট আবারো দেখা দেবে। তাই জেএসডি'র পক্ষ থেকে এ সকল সমস্যার স্থায়ী সমাধানের প্রস্তাব দেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দ্দার, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |