তৌফিক আল মোবারক
শীর্ষরিপো্র্ট ডটকম। ৪ জুন ২০১৬
কোনো ব্যক্তি কিংবা গুরুত্বপূর্ণ কোনো কিছু আগমনের সম্ভাবনা থাকলে তার জন্য সচেতনতার সাথেই আমরা প্রস্তুতি নিয়ে থাকি। ঘরবাড়ি সাজানো কিংবা কোনো বিশেষ সৌন্দর্যবর্ধনের দরকার হলে তাও হয়ে ওঠে। ঠিক তেমনি যে মাসের এত গুরুত্ব, যে মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে, যে মাসে এমন একটি রাত আছে, যাতে ইবাদত করা এক হাজার মাস ইবাদত করার সমতুল্য, যে মাসের প্রতিটি সূর্যাস্তের সময় রোজাদারদের দোয়া কবুলের সময়, এত মহান মহিমান্বিত একটি মাসের জন্য নিশ্চয়ই আমাদের মানসিক, শারীরিক ও উপযুক্ত রসদাদি নিয়েই প্রস্তুতি নেয়া উচিত; যাতে এর একটি মুহূর্তও আমাদের হেলায়ফেলায় বিনষ্ট হয়ে না যায়। রামাদান মাসেই আমরা যেন আমাদের অনাকাক্সিত পাপাচারগুলো মোচন করাতে আল্লাহ পাকের সামনে আরো গ্রহণযোগ্যভাবে নিজেদের সমর্পণ করতে পারি। তার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলের সাথীরা রামাদানের সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য এতই সচেতন ছিলেন যে, রামাদানের আগের পাঁচটি মাস রামাদান নিয়ে ভাবতেন এবং রামাদান-পরবর্তী ছয়টি মাসই রামাদানে কৃত ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না তা নিয়ে বিচলিত থাকতেন। আমাদেরও তাই রামাদানকে যথাযথ মর্যাদায় পালন করার উদ্দেশ্যে কিছুটা পরিকল্পনা হাতে নেয়া উচিত। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, আপনি যদি সঠিক পরিকল্পনা নিতে ব্যর্থ হোন, আপনি মূলত ব্যর্থ হওয়ার পরিকল্পনাই করেছেন। আমরা কি কেউ ব্যর্থ হতে চাই?
রামাদানে পানাহার :
আমরা সাধারণত পেঁয়াজু, মরিচা, বেগুনি, সিঙ্গাড়া, সমুচা, পাকোড়া ইত্যাদি ডুবো তেলে ভাজাপোড়া খাবার দিয়েই ইফতার করতে অভ্যস্ত। অথচ স্বাস্থ্যগত দিক থেকে সারা দিন রোজা রেখে খালি পেটে এ ধরনের খাবার আমাদের জন্য যে কী পরিমাণ তিকর তা উপলব্ধি করার জন্য আমাদের ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। গ্যাস্ট্রিক-আলসারের সুবাদে মোটামুটি সবারই কিছু-না-কিছু অভিজ্ঞতা অর্জিত হয়ে গেছে। খালি পেটে ভাজাপোড়া না খেলে যে ইফতার করা হবে না, এমনটিও কিন্তু নয়। আমরা একটু সচেতনভাবে চেষ্টা করলেই এই ধারা পরিবর্তন করতে পারি। এর পরিবর্তে ফলমূল, দই ও দইজাতীয় খাবার (যেমনÑ লাচ্ছি, বোরহানি, দইবড়া প্রভৃতি), সিরিয়েল-জাতীয় খাবার যেমন রুটি গ্রহণ করতে পারি। অনেকেই অল্প কিছু খেজুর, পানীয়, ফলমূল দিয়ে ইফতারি করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এভাবেই ইফতার করে থাকে।
সারা দিন রোজা রেখে স্বাভাবিকভাবেই আমাদের চোখের খিদেটা বেড়ে যায়, মনে হয় যেন অনেক কিছুই নিঃশেষ করে ফেলা যাবে নিমিষেই। প্রকৃতপে সারা দিন উপোস থেকে অতিরিক্ত ভোজন আমাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। অতি ভোজনে কোনো দিক থেকেই কোনো কল্যাণ নেই। ডাক্তারেরা মনে করেন, ৮০ শতাংশ মানুষের রোগই খাদ্যের কারণে সৃষ্ট। আমরা কেউ সঠিক খাবার গ্রহণ করছি না বা সঠিক সময়ে গ্রহণ করছি না কিংবা সঠিক পদ্ধতির খাদ্যাভ্যাস গড়ে তুলছি না। আল্লাহর রাসূল পরিমিত আহারকে উৎসাহিত করছেন। আমাদের সামান্য সচেতনতার মাধ্যমেই আমরা ইফতারিতে ভূরিভোজন থেকে নিজেদের রা করতে পারি। এতে শরীর হালকা থাকায় তারাবির নামাজ পড়তেও সহজ হয়। পাশাপাশি গৃহিণীদের জন্যও হরেক রকম ইফতারি আয়োজনের সময় ও শ্রম থেকে কিছুটা ইবাদতে মনোনিবেশ করতে সুবিধা হয়।
সারা দিন রোজা রাখতে গিয়ে আমরা খুব সহজেই পানিস্বল্পতায় ভুগি। যেসব দেশে প্রচণ্ড গরম আবহাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয়, তাদেরও পানিস্বল্পতায় ভোগা স্বাভাবিক। আমাদের পে শরীরে উটের মতো পানি সঞ্চয় করে রাখারও কোনো সুযোগ নেই। তাই একটু সচেতনতার সাথেই পানিস্বল্পতা রোধের ব্যাপারে আমরা কিছু কার্যকর পদপে নিতে পারি। গুরুপাক খাবার যেমনÑ বিরিয়ানি, পোলাও, ডুবো তেলে ভাজাপোড়া কিংবা এমন খাবার, যা শরীর থেকে পানি টেনে নেয় (নান রুটি ইত্যাদি) তা পরিহার করা উচিত। তার পরিবর্তে ফলমূল, শাকসবজি, মাছ, সালাদ, দই ইত্যাদি খাবার গ্রহণ করা উচিত। তুলসী দানা (তোকমার দানা নামেও অনেকের কাছে পরিচিত), বেলের শরবত, ডাবের পানি, শসা, তরমুজ, দই বা দুধ-কলা বা এ ধরনের উপকরণগুলো ইফতার ও সেহরিসহ রাতে গ্রহণ করা যায়।
রামাদানে কাজ :
আমরা দিনের যে সময়টাতে বেশি কর্মঠ ও বেশি সতেজ থাকি, সেই সময়েই আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিতে পারি। অনেকের েেত্র তা দিনের প্রথম ভাগে হতে পারে, আবার অনেকের েেত্র তা অন্য সময়েও হতে পারে। দিনের নানাবিধ ব্যস্ততার মাঝেও আমরা চাইলে কিছুটা সময় আলাদা করে হালকা কিছু ইবাদতের জন্য কাজে লাগাতে পারি। যে সময়টা আমরা চা পান বা নাশতার জন্য ব্যয় করতাম, সেই সময়েই ইবাদত করতে পারি। একটানা কাজ না করে অল্প কিছুণ পরে হালকা নড়াচড়া করলে শরীরের ওপর চাপ কম পড়ে। এতে শরীরে জড়তা সৃষ্টি হয় না, তাই সারা দিন কাজ করলেও তেমন একটা কষ্ট অনুভূত হয় না। বিশেষ করে যারা বসে বসে কাজ করেন (যেমন ডেস্ক-কেন্দ্রিক কাজ), তাদের জন্য হালকা নড়াচড়া বা ব্যায়াম করার ব্যাপারে ডাক্তারেরাও পরামর্শ দিয়ে থাকেন। রামাদানেও ৩০-৪০ মিনিট কাজ করে হালকা ব্যায়াম করা ভালো। সারা মাস অনেক কাজ থাকে, তাই আমাদের অনেকেরই আলাদা করে ইতিকাফে বসার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আমরা চাইলেই আমাদের বার্ষিক ছুটি থেকে কিছু দিন ছুটি নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির ল্েয ইতেকাফে বসতে পারি।
রামাদানে পাঠপরিকল্পনা :
রামাদান মাস যেমন কুরআন নাজিলের মাস, তেমনি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাস। এ মাসেই দ্বীনের অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা ও মানার সুযোগ হয়ে ওঠে। আমাদের প্রত্যেকেরই কুরআন-কেন্দ্রিক একটি পরিকল্পনা থাকা উচিত। কুরআনকে বুঝে আয়ত্তে নেয়ার যথেষ্ট সুযোগ থাকে এই মাসে। বাংলা ভাষার তরজমা দেখে এটা সম্ভব। প্রয়োজন হলে একাধিক তরজমা দেখা যেতে পারে। কোনো একটি তরজমায় একটি বিষয়ের দুর্বল অনুবাদ হলে অন্যটায় ঠিকই তার সবল অনুবাদ পাওয়া যাবে। এই মাসে কুরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কুরআনের বুঝকেও আল্লাহ সহজ করে দেবেন নিশ্চয়ই।
পাঠপরিকল্পনার েেত্র এই ডিজিটাল জুগে আমরা চাইলে বই বা লেখার পাশাপাশি অডিও-ভিডিও মাধ্যমগুলোরও সাহায্য নিতে পারি। অনলাইনে কুরআন শিক্ষা ও অধ্যয়নের বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে। কোনো একটি শব্দ এমনকি অক্ষরের বিশ্লেষণও সেখানে পাওয়া যায়। এ ধরনের দু’টি সাইট যেমন www.http://tanzil.net/ Ges http://corpus.quran.com/ এগুলো কুরআন পাঠে সহায়ক হতে পারে। কেউ যদি চান কুরআনের তরজমা শুনবেন ইউটিউবে, তারও বিপুল সুযোগ রয়েছে। আমরা সেগুলো ডাউনলোড করে রেখে অফিসে আসা যাওয়ার পথেই দেখে নিতে পারি কিংবা অডিওগুলো শুনে নিতে পারি। পাঠপরিকল্পনার জন্য কেবল পরিকল্পনাতেই সীমাবদ্ধ না রেখে, তা বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পিত বইপত্র বা ডিজিটাল উপকরণগুলো হাতের নাগালে রাখা অত্যাবশ্যক।
রামাদানে কেনাকাটা :
রামাদান মাসে বাজার করতে যাওয়া মানেই কষ্ট। এক দিকে হুড়োহুড়ি-ঠেলাঠেলি, অন্য দিকে কান্তি, আবার এ নিয়ে ব্যস্ততা। সব মিলিয়ে সামঞ্জস্য করা অনেক কঠিন হয়ে পড়ে। তাই আমরা চাইলে ঈদের বেশ কিছু বাজার রামাদানের আগেই সেরে ফেলতে পারি। এতে রামাদানে কেনাকাটার ঝক্কিঝামেলা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আর যেসব বাজার রামাদানেই কিনতে হবে, সে েেত্র দিনের যে সময়টাতে ভিড় কম থাকে বা আমাদের শরীর-মন কান্ত হওয়ার আগেই বাজারের ঝামেলা সেরে ফেলতে পারি।
রামাদানে ব্যক্তিগত মান বৃদ্ধি :
আমরা কেউই চাই না দোজখের আগুনে একটি মুহূর্তও জ্বলতে। কিন্তু ‘মানুষ’ হিসেবেই আমাদের অনেক দুর্বলতা রয়েছে এবং প্রতিনিয়তই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেক ভুলত্রুটির মুখোমুখি হই। প্রতি বছরই রামাদান মাস আমাদের কাছে এসে কড়া নেড়ে জানতে চায়, কে আছে আমাদের মাঝে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। পাইতে চাইব স্বয়ং আল্লাহর দেয়া নিরাপত্তা। কে আছে আল্লাহর আরো কাছে যেতে ইচ্ছুক? কে আছে, দ্বীনকে আরো ভালোভাবে বুঝতে ইচ্ছুক? রামাদান আমাদের জন্য সে সুযোগটিই নিয়ে আসে, যাতে আমরা এই মাসের শৃঙ্খলিত নিয়মে আবিষ্ট হয়ে সারা বছর আল্লাহর বান্দা হয়ে থাকতে পারি। অর্জন করার চেষ্টা করতে পারি সারা জীবনের জন্য অন্তত একটি ভালো গুণকে গ্রহণ করা, চর্চা করা ও নিজের মধ্যে স্থায়িত্ব দেয়ার জন্য। তা হতে পারে অন্যকে মা করে দেয়ার মতো গুণ কিংবা অপরকে সহযোগিতা করা, রাগ না করা, মিথ্যা না বলা, ঘৃণা না করা, কাউকেও অবজ্ঞা না করা, হিংসা না করা, নিয়মানুবর্তী হওয়া, দানশীলতা অর্জন করা ইত্যাদি অনেক গুণের ন্যূনতম যেকোনো একটি গুণ। এই রামাদানই হতে পারে আমার পরিবর্তনের প্রথম সূর্যোদয়।
আমাদের অনেকের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এতই দূরে দূরে আছেন, যে তাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়ে ওঠে না। এই রামাদানকে উপল করে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করে কুরআনের বার্তা দেয়া যেতে পারে। আমাদের প্রতিবেশী ও অমুসলিম বন্ধুবান্ধবদেরও যেন আমরা ভুলে না যাই। তাদের সামনে সত্যের বাণী তুলে ধরার চেষ্টা করতে হবে। ইদানীং আমরা আমাদের ফোন, ট্যাব, ল্যাপটপের প্রতি এত বেশি ঝুঁকে থাকি যে, আমাদের কাছের মানুষদের পর্যাপ্ত সময় দেয়ারও খেয়াল থাকে না। রামাদান মাসে পানাহার থেকে রোজা রাখার পাশাপাশি, ফোন-ট্যাব-গেজেটগুলো থেকেও বিরত থাকার অভ্যাস করি। এতে আমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, তেমনি চোখ ও মনের ওপর বৈদ্যুতিক গেজেটের তিকারক প্রভাব থেকে নিজেদের কিছুটা বিশ্রাম দেয়া যাবে।
রামাদান মাসের বরকত যেন আমরা সবাই অর্জন করতে পারি, তা-ই এই লেখার উদ্দেশ্য। সুত্র নযাদিগন্ত