মালিবাগ গার্ডার দুর্ঘটনায় অবহেলার প্রমান পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবেঃ মেয়র সাঈদ খোকন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৩  মার্চ  ২০১৭

মালিবাগ গার্ডার দুর্ঘটনায় অবহেলার প্রমান পেলে কঠোর আইনগত ব্যবস্থা : -মেয়র সাঈদ খোকন

মালিবাগ গার্ডার দুর্ঘটনায় অবহেলার প্রমান পেলে
কঠোর আইনগত ব্যবস্থা : -মেয়র সাঈদ খোকন

মালিবাগ গার্ডার দুর্ঘটনায় অবহেলার প্রমান পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন -মেয়র সাঈদ খোকন।আজ দুপুর ১২:৩০ টায় মালিবাগ রেলগেটে নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ার বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

মেয়র বলেন, গতকাল রাতে মগবাজার-মৌচাক নির্মানাধীন ফ্লাইওভারের ২টি গার্ডার পড়ে এ অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে। এতে ১জন নিরীহ পথচারী নিহত হন এবং নির্মান প্রতিষ্ঠানের ১জন কর্মী আহত হন। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতের জন্য আমরা দুঃখিত ও ব্যথিত। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরন ও আহত ব্যক্তির সুচিকিৎসা ব্যবস্থা করা হবে বলে মেয়র জানান।

এসময় মেয়র বলেন, ঘটনার কারন তদন্তের জন্য এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব আবুল কালাম আজাদকে প্রধান করে ৩ সদস্যেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগন হলেন অতিঃ প্রধান প্রকৌশলী জনাব খলিলুর রহমান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আলী নূর। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। গার্ডারের মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তওে মেয়র বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে এবং কোথাও কোন ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

অপর দিকে আজ ১৩/০৩/২০১৭ইং সোমবার বিশ বছরের অধিক পুরনো ও মেয়াদ উত্তীর্ন  যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ১,২২,৫০০/- টাকা জরিমানা আদায়, ৫৬টি মামলা, ২ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১টি বাস ডাম্পিং করা হয়েছে। দনিয়া ব্রীজ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী হাফিজুল আমিন ১৯,০০০/-টাকা জরিমানা এবং ১৪টি মামলা প্রদান করা হয়। খিলগাঁওস্থ খিদমাহ হাসপাতাল এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজিত হাওলাদার ৭০,০০০/-টাকা জরিমানা, ২৫টি মামলা, ১টি বাস ডাম্পিং এবং ১ জনকে কারাদন্ড প্রদান করেন। নিউ মার্কেট এলাকায় ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার ৩৩,৫০০/- টাকা জরিমানা, ১ জন চালককে কারাদন্ড এবং ১৭টি মামলা প্রদান করা হয়।

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত পরিচালিত অভিযানে নারায়নগঞ্জ ১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর-এর মালিকানাধীন ৮০/১ ওয়াটার ওয়াকাস রোড, পোস্তা, লালবাগের গাজী টায়ার কোম্পানীতে অননুমোদিত ও লাইসেন্স না থাকার অপরাধে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩ এর প্রচলিত আইনে ৩,০০,০০০/- টাকা জরিমানা ও কোম্পানীর মহাব্যবস্থাপক মাশরুর হোসেনকে  ৬ মাসের কারাদন্ড অনাদায়ে আরো      ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা কবির এপা। শহীদ নগরে এম রহমান প্লাষ্টিক কারখানাকে ৫০,০০০/- টাকা জরিমানা ও মালামাল জব্ধ করা হয়, এক্সেল প্রোডাক্টকে ১০,০০০/- টাকা পরিবেশ আইনে জরিমানা এবং চকবাজার এলাকায় রীবন প্লাষ্টিককে ১০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ জনাব এস এম আনছারুজ্জামান। এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ জনাব মোঃ আতাউর রহমান মিডফোর্ড রোড, ইমামগঞ্জ, রায় ইশ্বরচন্দ্র শিলবাহাদুর ষ্ট্রীট, বাবুবাজার ব্রীজ ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ ধারায় ৩৯ (৭) এর আওতায় ১৮টি মামলা, ৩৭,৫০০/- টাকা জরিমানা এবং ২২টি টং দোকানঘর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

 

 

Related posts