শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ জানুয়ারি ২০১৭
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন গুলশান-১ এর ডিসিসি মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের অস্থায়ী দোকান দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত ২৯১ জন দোকান মালিককে অস্থায়ীভাবে নির্মিত ২৯১টি দোকান বুঝিয়ে দেয়া হবে। মেয়র আনিসুল হক পুড়ে যাওয়া দোকানিদের মাঝে এসব দোকান বুঝিয়ে দেবেন বলে জানা গেছে। ডিএনসিসির ঊর্ধ্বতন সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।
গত ২ জানুয়ারি গভীর রাতে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ১৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক দোকান পুড়ে যায়। এছাড়া পূর্ব পাশে কাঁচা মার্কেটের বড় একটি অংশ ধসে পড়ে। এতে প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনসিসির বরাদ্দ দেয়া ২৯১টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া সেসব দোকান মালিককে অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। এজন্য ওই মার্কেটের ধ্বংসস্তূপ সরিয়ে ২৯১ জন দোকানির জন্য বাঁশ ও প্লাস্টিক দিয়ে দোকান নির্মাণ করা হয়েছে। পুড়ে যাওয়া প্রত্যেক দোকান মালিককে এসব দোকান বরাদ্দ দেয়া হবে।
ডিএনসিসির এক কর্মকর্তা জানান, মেয়রের নির্দেশে এখানে অস্থায়ী দোকান নির্মাণ করে অস্থায়ী ভিত্তিতে তাদের মধ্যে বরাদ্দ দেয়া হবে। পরে যখন মার্কেট সংস্কার করা হবে তখন এসব দোকান অপসারণ করে ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেয়া হবে।
সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২৯১টি দোকানের নির্মাণ কাজ শেষ হয়েছে। পুড়ে যাওয়া ওই ভবনের প্রথম তলায় ১৮৮ ও দ্বিতীয় তলায় ১০৩টি দোকান ছিল। তাদের জন্য একটি করে অস্থায়ী ভিত্তিতে দোকান নির্মাণ করা হয়েছে।’
ওই কর্মকর্তা জানান, তিনটি ব্লকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এর মধ্যে ব্লক ‘এ’তে ৬২টি, ‘বি’তে ১৮টি এবং ব্লক ‘সি’তে ২১১টি দোকান নির্মাণ করা হয়েছে।