বিটিভির ৫ স্টেশন ৯৬৯ কোটি টাকা ব্যয়ে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  সেপ্টেম্বর   ২০১৬

বিটিভির ৫ স্টেশন ৯৬৯ কোটি টাকা ব্যয়ে

বিটিভির ৫ স্টেশন ৯৬৯ কোটি টাকা ব্যয়ে

চায়না বায়ার্স ক্রেডিটে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য পাঁচটি পূর্ণাঙ্গ স্টেশন নির্মাণে দুটি চীনা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় ধারা হয়েছে ৯৬৯ কোটি ৪১ লাখ টাকা।

জানা গেছে, দেশের পাঁচটি বিভাগীয় (রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও খুলনা) শহরে এ টিভি স্টেশনগুলো নির্মাণ করা হবে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে এ টিভি স্টেশন নির্মাণের কাজ পেয়েছে যৌথভাবে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেড (এএলআইটি)’ এবং ‘রেডিও ফিল্ম অ্যান্ড টিভি ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (ডিআরএফটি)’। প্রয়োজনীয় পণ্য সরবরাহ, ভৌত কাজ ও সেবা ক্রয়ের একক উৎস হিসেবে টার্ন-কি পদ্ধতিতে এ প্রতিষ্ঠান দুটি কাজ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৯৬৯ কোটি ৪১ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রকল্পের নীতিগত অনুমোদন দেয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

 

 

Related posts