শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ মে ২০১৬
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা ৩২ পয়সা পর্যন্ত কমেছে। সারাদেশে সোনার নতুন এই দর আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া রুপার দাম কমছে ভরিতে ৫ টাকা।
রবিবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এর আগে পাঁচবার দেশের বাজারে বেড়েছিল সোনার দাম, সর্বশেষ বেড়েছিল গত ৬ মে।