শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, সিদ্ধান্ত অমান্য করে ক্ষতিগ্রস্ত পাকা মার্কেট খুলে দেওয়ার কারণে এখন কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে।
শুক্রবার বিকেলে গুলশান-১-এর ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো সংঘাত নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা মার্কেটটি ভালো আছে। তবে এটি ঝুঁকিপূর্ণ কি না, সেটা কেউ বলতে পারছে না। এখন দোকান খোলার কারণে কোনো দুর্ঘটনা হলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে।
এদিকে দুপুরে জুমার নামাজের পর পাকা মার্কেটের সামনে ব্যবসায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এস. এম. তালাল রিজভী বলেন, মার্কেটটি আজ থেকে খুলে দেওয়া হলো।
রিজভী বলেন, পাকা মার্কেটের ২০ শতাংশ দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অংশ ভালো আছে, এর মধ্যে সামনের দিকের ৪০ শতাংশ দোকানই আজ খুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যায় ৩৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ডিএনসিসির কাঁচা মার্কেট পুরোপুরি ধসে গেলেও পাকা মার্কেটের আংশিক ক্ষতি হয়েছে।