তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ বাংলা ভাষাকে রক্ষা করার ওপর

শীর্ষরিপো্র্ট ডটকম । ২১  জানুয়ারি  ২০১৭

তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ বাংলা ভাষাকে রক্ষা করার ওপর

তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ বাংলা ভাষাকে রক্ষা করার ওপর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলা ভাষাকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘বিকৃত উচ্চারণের অশালীনতা, ইংরেজি ঢংয়ে বাংলা বলার বেয়াদবি এবং ভাষার সাম্প্রদায়িকীকরণের বেড়াজাল ও খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলা ভাষাকে রক্ষা করার মাধ্যমেই ভাষা শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব।’

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে সহকর্মীদের সাথে নিয়ে তথ্যমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

Related posts