|
তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ বাংলা ভাষাকে রক্ষা করার ওপরশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ জানুয়ারি ২০১৭ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলা ভাষাকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘বিকৃত উচ্চারণের অশালীনতা, ইংরেজি ঢংয়ে বাংলা বলার বেয়াদবি এবং ভাষার সাম্প্রদায়িকীকরণের বেড়াজাল ও খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলা ভাষাকে রক্ষা করার মাধ্যমেই ভাষা শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব।' আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে সহকর্মীদের সাথে নিয়ে তথ্যমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |