শীর্ষরিপো্র্ট ডটকম। ৭ জুন ২০১৬
দেশের শীর্ষস্থানীয় ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড বিশ্বের সকল ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সকল বস্ত্র কারখানার মধ্যে প্রথম এবং একমাত্র প্লাটিনাম লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন) সনদ পেয়েছে। ডেনিম তৈরি করে তারা এ সনদ অর্জন করে।
এ উপলক্ষে সোমবার রাজধানীর হল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালক তানভির আহমেদসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা।