শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭
ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কায় গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। জবাবে উত্তর ঢাকার মেয়র আনিসুল হক জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে সোমবার। এদিকে পুড়ে যাওয়া কাঁচাবাজার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গুলশান এলাকায়।
ধসে যাওয়া ভবন থেকে ঘটনার পঞ্চম দিনে সরানো হচ্ছে পচে যাওয়া মাছ-মাংস। ভবন কেটে আবর্জনা সরানোর কাজও চলছে পুরোদমে। পচা দুর্গন্ধের মধ্যেই পাশের পাকা মার্কেট চালু করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে যত আগে দোকান খোলা যায় ততই ভালো। ফায়ার সার্ভিস বলছে, ভবনটি প্যানকেক আকারে ধসে যাওয়ায় আগুন নেভানো যাচ্ছে না। তবে আবারও বড় আগুন লাগার কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ক্ষতিগ্রস্থ দোকানের তালিকা তৈরি হলেও ক্ষতিপূরণ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় মালিকরা। উদ্ধার কাজ তদারকি করতে এসে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানালেন, আগামী সোমবার নাগাদ ক্ষতিপূরণ নিয়ে সিদ্ধান্তে আসা সম্ভব হবে।