শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ আগস্ট ২০১৬
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তিসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মলিন্দ্র কুমার সিংহ (৩০) ও অজ্ঞাত ব্যক্তি (৭০)। গতকাল বিমানবন্দরের কাওলা ও আব্দুল্লাহপুরের ফায়দাবাদ কোর্টবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দর জিআরপি ফাঁড়ির এসআই আলী আকবর জানান, গতকাল ভোরে কোর্টবাড়ি রেলগেইটের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান মলিন্দ্র কুমার সিংহ। জানা গেছে, তার পিতার নাম শ্রী কমল সিংহ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের তিলকপুর গ্রামে তার বাড়ি। এসআই আলী আকবর আরো জানান, বিকেল সাড়ে ৩টায় কাওলা রেলগেটের সামনে ঢাকা থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে মারা যান।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল হাফ হাতা নীল রঙের গেঞ্জি ও খয়েরি রঙের চেক লুঙ্গি।