শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪ মার্চ ২০১৭
টাকা পাচারের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কমছে। পাশাপাশি প্রবাসী আয়ও কমছে। এ দুই কারণে ঝুঁকির মধ্যে পড়বে আগামী অর্থবছর।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার প্রাক বাজেট আলোচনা শেষে এ আশঙ্কার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা চলছে। তা রোধে আগামী বাজেটে ব্যাংকিং কমিশন গঠন করা হবে।