শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ জানুয়ারি ২০১৭
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কর্পোরেশনের ঝুঁকিপুর্ন ৯টি ভবনে বসবাসরত ক্লিনারদের অন্যত্র সরিয়ে তাদের জীবনমান উন্নয়নে নতুন ভবন নির্মাণ এবং আপদকালীন সময়ে বসবাসের লক্ষ্যে অস্থায়ীভাবে আবাসনের স্থান বরাদ্দকরন, আপদকালীন সময়ের জন্য অনুদানের চেক হস্তান্তর ইত্যাদি কার্যক্রম গ্রহন করেছেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ধলপুর ক্লিনার কলোনীতে বসবাসরত ৮৫ জন ক্লিনারদের ভবন থেকে সরিয়ে অন্যত্র সাময়িকভাবে বসবাসের স্থান বরাদ্দ ও আপদকালীন সময়ের জন্য অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনারদের জন্য লটারীর মাধ্যমে নির্মিতব্য ভবনের ফ্লাটের নম্বর ও অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমডোর এম কে বখতিয়ার, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, ডিএমপি’র এডিসি ইফতেখার আহমেদ, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের নেতা মোঃ আব্দুল লতিফসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লিনারদের সাময়িকভাবে বসবাসের স্থান বরাদ্দ দিয়ে পরিবার প্রতি অফেরতযোগ্য নগদ ত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরো পনের হাজার টাকা করে প্রদান করা হবে। দয়াগঞ্জে বসবাসরত ২৫৫ জন ক্লিনারদের জন্যও এ সপ্তাহের মধ্যে একইভাবে চেক প্রদানের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য ধলপুরে নির্মানাধীন ১০তলা ভবনে ২টিতে প্রতিটি ৪৭২ বর্গফুট আয়তনের ফ্লাটে ১৯০টি পরিবার বসবাস করতে পারবেন। এ বছরের শেষ নাগাদ ভবন দু’টির নির্মান কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। অত্যাধুনিক এ ভবন দু’টিতে লিফট, জেনারেটর, সামাজিক অনুষ্ঠান সম্পন্নের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।