শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ জুলাই ২০১৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল ভৌমিক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একটি শিশু ও দুইজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি এই পুলিশ কর্মকর্তা।