চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


শীর্ষরিপো্র্ট ডটকম। ২০  জুলাই  ২০১৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩



চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল ভৌমিক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একটি শিশু ও দুইজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি এই পুলিশ কর্মকর্তা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft