‘ক্লিন ঢাকা’র জন্য দুই মেয়রকে রিহ্যাবের অভিনন্দন

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮  সেপ্টেম্বর   ২০১৬

‘ক্লিন ঢাকা’র জন্য দুই মেয়রকে রিহ্যাবের অভিনন্দন

‘ক্লিন ঢাকা’র জন্য দুই মেয়রকে রিহ্যাবের অভিনন্দন

ঢাকার দুই সিটি করপোরেশন  থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সক্ষম হওয়ায় রাজধানীর দুই মেয়রকে অভিনন্দন জানিয়েছে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

শনিবার এক বিজ্ঞপ্তিতে রিহ্যাব উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে এ অভিনন্দন জানায় রিহ্যাব পরিচালনা বোর্ড।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদ-পরবর্তী ৪৮ ঘণ্টার আগে কোরবানির বর্জ্য অপসারণ করায় রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন তাদের অভিনন্দন জানান।

আগামীতে ‘ক্লিন ঢাকা’ উপহার দিতে দুই মেয়র সচেষ্ট থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে রিহ্যাব সভাপতি প্রত্যাশা ব্যক্ত করেন।

একইসঙ্গে জনগণের সার্বিক সহায়তা এবং ঢাকার উভয়সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টারও তিনি প্রশংসা করেন।

দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ ভবিষ্যতের জন্য অনুকরণীয় হবে বলে উল্লেখ করে তিনি ‘ক্লিন ঢাকা’র জন্য সকলের সহায়তা কামনা করেন।

 

 

Related posts