শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ আগস্ট ২০১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ‘এ’ ক্যাটাগরির কেয়া কসমেটিকস ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।