শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ আগস্ট ২০১৬
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে দুই নতুন মুখ সুরাইয়া আজমিন ও জান্নাতুল ফেরদৌস। কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন।
আগামী শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৫ ও ৬ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি এবং ১০ ও ১২ সেপ্টেম্বর দুটি ওয়ানডে খেলবে মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশ দল:
সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, রিতু মণি, ফহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজা তুল কুবরা, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস।