শীর্ষরিপো্র্ট ডটকম। ৯ জুন ২০১৬
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ (বৃহস্পতিবার)। বিশ্ব বাণিজ্য প্রসার এবং পণ্যের পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর ৯ জুন আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশন ফোরাম (আইএএফ) ও আন্তর্জাতিক ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কো-অপারেশন যৌথভাবে এ দিবস পালন করে আসছে।
এ বছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘অ্যাক্রেডিটেশন : এ গ্লোবাল টুল টু সাপোর্ট পাবলিক পলিসি’। এ স্লোগান নিয়ে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথ উদ্যোগে ঢাকার মতিঝিলস্থ ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার আয়োজন করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। এতে সভাপতিত্ব করবেন বিএবি’র চেয়ারম্যান অধ্যাপক আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সনিয়ির সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ।
বিভিন্ন ল্যাবরেটরির সঙ্গে জড়িত ব্যক্তিগণ, অ্যাক্রেডিটেশন ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিজ্ঞ আলোচকগণ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এই দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব কথা বলা হয়।