অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  সেপ্টেম্বর   ২০১৬

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ওয়ার্ল্ড।

ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে গিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এ সময় বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী গোল করে এগিয়ে নেন দলকে (১-০)।

এরপর অবশ্য বেশ কিছু সুযোগ তৈরি করেছে মেয়েরা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বড় সুযোগটি আসে ম্যাচের ৩৬ মিনিটে। এ সময় পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন জাহান মৌসুমী। তার নেওয়া নিচু শট বারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

ফলে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর ফিরে এসেই আরো দুটি গোল দেয় বাংলাদেশ। তাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপ থেকে ইতিমধ্যে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

তাই আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচে হেরে গেলেও সমস্যা হবে না। কিন্তু জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না বাংলাদেশের মেয়েরা।

 

Related posts