২০ ভরি স্বর্ণ আমদানি করা যাবে

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুন  ২০১৬

২০ ভরি স্বর্ণ আমদানি করা যাবে

২০ ভরি স্বর্ণ আমদানি করা যাবে

সংসদে উত্থাপিত ২০১৬ সালের নতুন ব্যাগেজ রুলের মাধ্যমে একজন যাত্রী বিদেশ থেকে ২০ ভরি বা ২৩৪ গ্রাম স্বর্ণ অথবা রৌপ্য আমদানি করতে পারবেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ‘ব্যাগেজ রুল-২০১৬’ প্রণয়নের মাধ্যমে এই আমদানির সুযোগ দেয়া হয়। আগে এর পরিমাণ ছিল ১৭ ভরি।

তবে প্রতি ভরিতে ৩ হাজার টাকা শুল্ক গুনতে হবে।

সাধারণত একটি স্বর্ণের বার ১০০ অথবা ১১৬ গ্রামের হয়। ২০ ভরি আমদানি সুযোগের মাধ্যমে একজন যাত্রী ১১৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আমদানি করতে পারবে।

আমদানি সুযোগ বাড়ানোর ফলে যাত্রীরা স্বর্ণ চোরাচালান নিরুৎসাহিত হবে। এজন্য শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে বাজেটে স্বর্ণ আমদানির পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

 

Related posts