তোকমা দানার ওষুধি গুণ

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০  মে  ২০১৬

তোকমা দানার ওষুধি গুণ

তোকমা দানার ওষুধি গুণ

শরবতে ইসবগুলের ভুসি ও তোকমা দানা ব্যবহার করা হয়ে থাকে। এতে শরবতের ঔষধি গুণ বৃদ্ধি পায়। এক গ্লাস তোকমা দানার শরবত সব কান্তি ঘুচিয়ে দিতে পারে। তোকমার উৎপাদন বেশি হয় মেক্সিকোতে। তোকমা দানায় হাইড্রোফোলিক উপাদান রয়েছে, এ কারণে খুব সহজে পানি শোষণ করে নেয়। প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে লৌহ, ক্যালসিয়াম, থিয়ামিন, ম্যাংগানিজ, দস্তা, ফসফরাস, ভিটামিন-বি, ফোলেইট এবং রিবোফ্যাভিন রয়েছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে তোকমা দানা খেতে পারেন, যা আপনার রোগ প্রতিরোধ মতা এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করবে। তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে। প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় ৪০ গ্রাম খাদ্য আঁশ পাওয়া যায়। আঁশ হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে শুধু আঁশই থাকে না, শরীরের শক্তিও সরবরাহ করে। এক মুঠো তোকমা দানা বাদাম, শুকনো ফলের সাথে মিশ্রণ তৈরি করে খেলে দীর্ঘণ আপনাকে ুধামুক্ত রাখবে। ওমেগা-৩ শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান। উদ্ভিদভিত্তিক ওমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হচ্ছে তোকমা দানা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সুস্থ হার্ট এবং হাড় গঠনে সহায়তা করে। ইন্টারনেট।

 

 

 

 

Related posts