এটিএম বুথ থেকে দুই ঘণ্টায় ১০০ কোটি টাকা লোপাট

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  মে  ২০১৬

মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার ব্যবধানে এ

এটিএম বুথ থেকে দুই ঘণ্টায় ১০০ কোটি টাকা লোপাট

এটিএম বুথ থেকে দুই ঘণ্টায় ১০০ কোটি টাকা লোপাট

টিএম বুথ থেকে ১০০ কোটি টাকার ওপরে লুটে নিয়ে গেছে জালিয়াত চক্র।

গত ১৫ মে জাপানে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, নকল ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ হাজার ৪শ’ এটিএম বুথ থেকে চক্রটি প্রায় ১০৪ কোটি ২৫ লাখ টাকা (১ কোটি ৩০ লাখ ডলার) লুটে নেয়।

প্রতিবার এটিএম কার্ডের সর্বোচ্চ উত্তোলন সীমা ১ লাখ ইয়েন বা ৭০ হাজার টাকা তুলে নেয়া হয়।

টোকিও এবং অন্য ১৫টি শহর থেকে ১০০ লোক এই টাকা তুলে নেয়। দক্ষিণ আফ্রিকার একটি ব্যাংকের তথ্য চুরি করে আন্তর্জাতিক চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে জাপানের পুলিশ।

ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, টোকিও, কানাগাওয়া, আইচি, ওসাকা, ফুকুওয়া এবং অন্য ১১টি স্থান থেকে ভোর ৫টা থেকে ৮টার মধ্যে টাকাগুলো তুলে নেয়া হয়।

একটি ব্যাংকে এটিএম বুথে নতুন কিছু জিনিস ইনস্টল করতে গেলে এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে।

এটিএম ক্রেডিট কার্ড রেকর্ড পরীক্ষা করার পর দেখা গেছে, ১ হাজার ৬শ’ ক্রেডিট কার্ড সাউথ আফ্রিকান ব্যাংক কর্তৃক ইস্যুকৃত।

এছাড়া দেশের বাইরে যাদের নামে ক্রেডিট কার্ড নিবন্ধিত ছিল সেগুলো ব্যবহার করেই অর্থ লোপাট করা হয়েছে।

তবে নকল ক্রেডিট কার্ড দিয়ে অর্থ লোপাটের ঘটনা এটিই প্রথম নয়। ২০১২-২০১৩ সালে ২৬টি দেশ থেকে এই পদ্ধতিতে ৪০ মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

আর সম্প্রতি বাংলাদেশেও এটিএম কার্ড ক্লোন করে বুথ থেকে কয়েকটি বেসরকারি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় জালিয়াত চক্র। এসব ঘটনায় কয়েকজন বিদেশী নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

Related posts