৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৯  আগস্ট   ২০১৬

৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ

৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির প্রথম দিনে আজ পাওয়া যাবে ৭ সেপ্টেম্বরের টিকিট।

ঈদে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের এই অগ্রিম টিকিট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৮টায় বিক্রি শুরু হবে। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে দেয়া হবে ৮, ৯, ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট।

এছাড়া, ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম বিক্রি হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের টিকিট।

একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। তবে ঈদে উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা পথে মৈত্রী ট্রেন চলাচল করবে না।

 

Related posts