শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ সেপ্টেম্বর ২০১৬

৩৭তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস
সাঁইত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে হবে।
প্রার্থীদের সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। সকাল সোয়া ৯টায় উত্তরপত্র এবং সাড়ে ৯টায় প্রশ্নপত্র দেওয়া হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।