শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ সেপ্টেম্বর ২০১৬
ঝিনাইদহ ও কুড়িগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি (বিএসএফ)`র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা দুজনেই গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন জেলা প্রতিনিধিরা।
নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ঘর জামাই জসিম মন্ডল ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরের পাড় গ্রামের আব্দুল হাই এর ছেলে লালমিয়া (২৫)।
মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল তাজুল ইসলাম জানান, গতরাতে একদল গরু ব্যবসায়ী বাঘাডাঙ্গা সীমান্ত হয়ে ভারতে গরু আনতে যায়। তারা ভারতের হাজরাখাল বিএসএফ ক্যাম্পের পাশে গেলে বিএসএফএর বাঁধার মুখে পড়ে।
সেসময় গরু ব্যবসায়ীরা রামদা ও হাঁসুয়া নিয়ে বিএসএফের এর উপর হামলা চালায়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে জসিম মন্ডল নিহত হন। তার মৃতদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে।
এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি বলে তিনি জানান।
অপরদিকে, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গরু পাচারের সরঞ্জামাদিসহ অপর একজনকে আটক করেছে বিজিবি।
বিজিবির দাঁতভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ জানান, শুক্রবার ভোরে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর গয়টারপাড় সীমান্তের ১০৬১ এস ৩ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে লালমিয়া নামে ওই ব্যবসায়ী গরু আনতে গেলে ভারতের ঝালুরচর ৫৭ বিএসএফের গুলিতে নিহত হন।
এছাড়া রৌমারী সদর বিওপি কমান্ডার মনিরুল ইসলাম জানান, সদর ইউনিয়নের খাটিমারী রতনপুর গ্রামের গোলাম আলীর ছেলে আকিদুল ইসলামকে (৩৫) গরু পাচারের সরঞ্জামাদিসহ শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।