শীর্ষরিপো্র্ট ডটকম। ২৪ জুলাই
আসাদুজ্জামান খান কামাল চারদিনের ভারত সফরে নয়াদিল্লী যাবেন আগামী ২৭ জুলাই। নয়াদিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।
চারদিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৩০ জুলাই ঢাকার উদ্দেশে নয়াদিল্লী ত্যাগ করবেন।