২১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  আগস্ট ২০১৬

বৈরী অাবহাওয়ার কারণে দীর্ঘ ২১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এই দুই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

এর আগে নৌদুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ১০টার দিকে নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিওটিএ এর ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৈরী অাবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। অাজ সকালে অাবহাওয়া ভাল থাকাতে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

 

Related posts