১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপিত হচ্ছে

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬ এপ্রিল  ২০১৭

১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপিত হচ্ছে

১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপিত হচ্ছে সরকার ১ হাজার ৭৯৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন করছে।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আজ একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে।

এই প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১ হাজার ৫৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২৫২ কোটি ৪০ লাখ টাকা অর্থের যোগান দেয়া হবে। চলতি বছরের জুলাই থেকে ২০২০ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রকল্পভূক্ত জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘২০২১ সাল নাগাদ আমরা যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি এবং আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও ২০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আজকের এই প্রকল্প অনুমোদন সেসব উদ্যোগের অন্যতম ভিত্তি ।’

 

Related posts