১৫ রমজান : ক্ষমা লাভে বিনয়ী হওয়ার দোয়া

শীর্ষরিপো্র্ট ডটকম।  ২১  জুন ২০১৬

আজ ১৫ রমজান। মাগফিরাতের দশকে পঞ্চম দিন। এ দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা লাভে তাঁর আলীশান দরবারে বিনয়ী ও আনুগত্য প্রদর্শন করা বান্দার একান্ত কর্তব্য। যে বান্দাহ যথাযথভাবে বিনয়ী হয়ে আনুগত্য লাভের আশা করবে, আল্লাহ তাআলা সে বান্দাহকে ক্ষমা করে দিবেন। ক্ষমা লাভে বিনয়ী হওয়ার একটি দোয়া তুলে ধরা হলো-

১৫ রমজান : ক্ষমা লাভে বিনয়ী হওয়ার দোয়া

১৫ রমজান : ক্ষমা লাভে বিনয়ী হওয়ার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মার ঝুক্বনি ফিহি ত্বাআ’তাল খাশিই’ন; ওয়াশরাহ ফিহি সাদরি বি-ইনাবাতিল মুখবিতিন; বি-আমানিকা ইয়া আমানাল খা-ইফিন;

অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের ওসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে আল্লাহভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর। হে আল্লাহভীরুদের আশ্রয়দাতা।

 

Related posts