১৪ দল তিন জেলায় জঙ্গিবিরোধী সমাবেশ করবে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬   সেপ্টেম্বর   ২০১৬

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গের তিন জেলা গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর এ তিন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর জয়পুরহাট ও ২৫ সেপ্টেম্বর নওগাঁয় এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে কেন্দ্রীয় ১৪ দল ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

 

 

Related posts