শীর্ষরিপো্র্ট ডটকম । ৪ জানুয়ারি ২০১৭

১৩৬তম আইপিইউ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে
ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেছেন, জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন। বৈঠকে তারা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্রসমূহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানরা অংশ নেবেন।