১১তম অধিবেশনে পাস হওয়া ৬ বিলে রাষ্ট্রপতির সম্মতি

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১ আগস্ট ২০১৬

১১তম অধিবেশনে পাস হওয়া ৬ বিলে রাষ্ট্রপতির সম্মতি

১১তম অধিবেশনে পাস হওয়া ৬ বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে পাস হওয়া ছয়টি বিলে সম্মতি দিয়েছেন । সোমবার বিলগুলোতে তিনি স্বাক্ষর করায় এগুলো আইনে পরিণত হয়েছে।

বিলগুলো হল- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬,  রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬, বাংলাদেশ বিনয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬,, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬, চা বিল, ২০১৬; এবং Supreme Court Judges (Remuneration and Privileges) (Amendment) Bill, 2016।

 

Related posts