১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দিতে

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬  জুলাই ২০১৬

১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দিতে

১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দিতে

সারাদেশে প্রতিবন্ধী  জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি, আকুপেশনাল থেরাপি, অডিওমেট্রি এবং অপটোমেট্রি, কাউন্সেলিংসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদানের জন্য ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেছেন,সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ  ।

মঙ্গলবার জাতীয় সংসদে খুলনা-২ আসনের মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এসব সেবাকেন্দ্রের মধ্যে খুলনা জেলার রূপসায় দুটি কেন্দ্র রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সার দেশের সকল উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ২০০২-০৩ অর্থবছর থেকে শুরু করে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত প্রতিবন্ধীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে এসকল বেসরকারি সংস্থার মাধ্যমে ঋণ ও অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, খুলনা জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য ১৯টি বেসরকারি সংস্থার মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

Related posts