হ্যালিপ্যাডসহ আধুনিক সব সুবিধা থাকছে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  অক্টোবর  ২০১৬

হ্যালিপ্যাডসহ আধুনিক সব সুবিধা থাকছে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সে

হ্যালিপ্যাডসহ আধুনিক সব সুবিধা থাকছে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সে

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল ভবন নির্মাণ হবে জাতীয় প্রেসক্লাবে। পুরনো ছোট ভবনটি ভেঙে ৩১ তলাবিশিষ্ট ভবন করা হবে। ভবনটিতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। থাকবে বড় বড় কনফারেন্স হল, ডরমেটরি, সুইমিংপুল, সেমিনার কক্ষ, সিনেপ্লেক্স, মিডিয়া মিউজিয়াম, ডিজিটাল লাইব্রেরি, মিডিয়া হাউস, আইটি সেল, সবুজ বাগান, বিদেশি মিডিয়া অফিস, আবাসিক হোটেল, আধুনিক রেস্টুরেন্ট, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ। ভবনের ছাদে থাকবে অত্যাধুনিক হ্যালিপ্যাড। বিদেশি রাষ্ট্রপ্রধান কিংবা আন্তর্জাতিক বড় বড় সংবাদ সম্মেলন করা যাবে এই ভবনে।

ভবনটি এমনভাবে নির্মাণ করা হবে যাতে বিদেশি রাষ্ট্রপ্রধান কিংবা আন্তর্জাতিক বড় বড় সংবাদ সম্মেলনের আয়োজকরা হেলিকপ্টারযোগে ভবনের ছাদে নেমে আবার ফিরে যেতে পারেন। এছাড়া বিবিসি, রয়টার্স, এএফপিসহ বিদেশি মিডিয়াগুলোকে অফিস ভাড়া নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। এর নাম হবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’। পুরো ভবনটি থাকবে ফ্রি ওয়াইফাই জোন ও আধুনিক নিরাপত্তা চাদরে ডাকা। জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

আগামীকাল বৃহস্পতিবার নতুন এ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাবের বর্তমান কমিটি এবং প্রধানমন্ত্রীর ইচ্ছায় ভবনটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গত রমজানে প্রেসক্লাবের এক ইফতার মাহফিলে তিনি নতুন এ ভবনটি নির্মাণের ঘোষণা দেন।

ভবনটি নির্মাণের মাস্টারপ্ল্যান করেন প্রেসক্লাবের প্রয়াত সদস্য কবি সাঈয়িদ আতীকুল্লাহর মেয়েজামাই স্থপতি দম্পতি তানিয়া আতিক ও বদরুল হায়দারের প্রতিষ্ঠান ‘গৃহায়ণ’। এরই মধ্যে পুরো ভবনের ডিজাইন সম্পন্ন হয়েছে। তবে প্রধানমন্ত্রী ডিজাইন দেখে সন্তুষ্ট হয়েছেন। দিয়েছেন কিছু নির্দেশনাও।

জানা গেছে, প্রেসক্লাবের মূল ভবনের সঙ্গে ছোট ভবনটিও ভেঙে নতুন এ ভবনটি নির্মাণ করা হবে। এর প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। বর্তমান ভবনটিও আধুনিকায়ন করা হবে। তিনতলা বিশিষ্ট ভবনটি উন্নীত করা হবে পাঁচতলায়। এ জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে মিডিয়াকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামীকাল প্রেসক্লাবের সদস্যদের জন্য তিনি এ ঘোষণা দেবেন।

আধুনিক এ কমপ্লেক্সটিতে ক্লাব সদস্যদের পরিবার ও শিশুদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। শিশুদের খেলার মাঠ, জাদুঘর ও অত্যাধুনিক হোটেল। ঢাকার বাইরের মিডিয়াকর্মীদের জন্যও থাকবে রাতযাপনের ব্যবস্থা। সামান্য টাকায় তারা প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’র সব সুযোগ সুবিধা পাবেন।

এছাড়া দেশের সব মিডিয়াকে ভবনটিতে অফিস নিতে আমন্ত্রণ জানানো হবে। পুরো ভবন থেকে যে আয় আসবে তা ক্লাব সদস্য ও গণমাধ্যমের উন্নয়নে ব্যয় করা হবে।

এছাড়াও ৩১ তলার এই আধুনিক কমপ্লেক্সের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া হবে। ভবনের মাঝখানে থাকবে খালি জায়গা।

 

Related posts