শীর্ষরিপো্র্ট ডটকম। ১০ জুন ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছেন দলটির প্রভাবশালী সিনেটর এলিজাবেথ ওয়ারেন। একই সঙ্গে হিলারির জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ডেমোক্রেটিক দলের তারকা নারী সিনেটর এলিজাবেথ ওয়ারেন এমএসএনবিসি চ্যানেলকে এক স্বাক্ষাৎকার দেন। এ সময় তিনি বলেন, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। হিলারিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বানাতে মন থেকে কাজ করতে চাই।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন দেন। এরপরই ওয়ারেনের এ ঘোষণা দিলেন।
হিলারিকে সমর্থন দিলেও স্যান্ডার্সের প্রশংসা করেছেন ওয়ারেন। তিনি বলেন, ‘বার্নি স্যান্ডার্স যা করেছে, তা খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। তিনি নিজের হৃদয় থেকে প্রচারণা চালিয়েছেন। লাখো মানুষকে ডেমোক্রেটিক দলে এনেছেন।
এদিকে,স্যান্ডার্সের এক সহযোগী জানান, হিলারিকে সমর্থন দেয়ার আগে স্যান্ডার্সের সঙ্গে ফোনে কথা বলেন ওয়ারেন।