শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ জুলাই ২০১৬
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী জঙ্গি শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেলের আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর কমান্ডার মো. আতিক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গত তিন মাস ধরে শফিউলকে আশ্রয় দিয়ে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের আড়াইশ মিটারের মধ্যে এক পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় নিহত হন দুই পুলিশ সদস্যসহ চারজন। হামলার পরপর পুলিশের অভিযানে শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল গুলিবিদ্ধ অবস্থায় র্যাবের হাতে গ্রেফতার হন।