শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুলাই ২০১৬
গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসে জামালকে। কিন্তু ভালোবাসার মানুষটিকে ছেড়ে জামাল ঢাকায় আসে কাজের সন্ধানে। তার স্বপ্ন নায়ক হওয়ার। নায়ক হতে গিয়ে ঘটে নানা ঘটনা।
এসব ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। এটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এতে জামাল চরিত্রে মীর সাব্বির এবং পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
এতে অতিথি চরিত্রে শাহরিয়ার নাজিম জয় এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন প্রমুখ। সম্প্রতি সাভারস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।