শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭ সেপ্টেম্বর ২০১৬
হাজীদের প্রথম ফিরতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি২০১২) ফ্লাইটটি পূর্ব নির্ধারিত সময়ে ঢাকায় পৌছাবেনা। সিডিউল অনুসারে রাত ৮টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হবে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিডিউল অনুযায়ী সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টা) ৪১৯ জন হাজী নিয়ে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির রওনা দিয়ে রাত ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটের হজযাত্রীরা প্রয়োজনীয় কার্যক্রম শেষে সময়মত জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে না পৌছানোর জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ফ্লাইটটি কখন এসে পৌঁছাবে সে সম্পর্কে বিস্তারিত কিছু না জানানো হয়নি।
উল্লেখ্য, ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। সৌদি আরব থেকে হাজীদের ফেরত আনতে ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান।