হতাশাগ্রস্ত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে : রওশন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  অক্টোবর  ২০১৬

হতাশাগ্রস্ত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে : রওশন

হতাশাগ্রস্ত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে : রওশন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মন্তব্য করেছেন  দেশে কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত ছেলে-মেয়েরা মাদকাসক্ত হচ্ছে ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রওশন বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হবে। কর্মসংস্থান, সেই সঙ্গে মাদক আর জঙ্গি। আমাদের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান বাড়াতে হবে। বিশ্বব্যাংক বলে দিয়েছে, আমাদের ছেলে-মেয়েরা কর্মসংস্থান না পেয়ে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। এ সময় সোনার বাংলা গড়তে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, যানজটে মানুষ অতিষ্ঠ। আমরা আশা করবো যানজটের অশ্বস্তিকর অবস্থা থেকে মুক্তি মিলবে। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কতগুলো চালক আছে যারা ঠিকমত গাড়ি চালাতে পারে না। এ সময় ভেজাল ওষুধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

 

Related posts