স্বাভাবিক হচ্ছে গুলশানের জীবনযাত্রা

শীর্ষরিপো্র্ট ডটকম। ২  জুলাই  ২০১৬

স্বাভাবিক হচ্ছে গুলশানের জীবনযাত্রা

স্বাভাবিক হচ্ছে গুলশানের জীবনযাত্রা

রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় আহতদের  প্রায় ২৫ জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না বিজিবি-পুলিশ-র্যা ব। এ কারণে তাদের নাম, পরিচয় জানা যায়নি। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আহতদের প্রায় সবাই পুলিশের সদস্য। তাদের মধ্যে কমপক্ষে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

এদিকে আজ সকালে জিম্মিদের উদ্ধার অভিযান শেষ হবার পর বেলা ১১টার পর থেকে আশপাশের বিভিন্ন ভবন ও অফিস থেকে বিদেশিরা বের হতে শুরু করেছেন।

এর আগে শুক্রবার  রাত সাড়ে ৯টার পর থেকে ওই এলাকায় বিদেশিদের রাস্তায় বের হতে মৌখিকভাবে নিষেধ করে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া রাস্তায় যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান শেষে বর্তমানে ওই এরাকার  পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

 

Related posts